নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খাস খতিয়ানের বিরুদ্ধে অনেক আগেই যুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলশ্রুতিতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি জমি দখল মুক্ত করছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর মৌজার ১নং খাস খতিয়ানের হালট শ্রেণির জমিতে অবৈধ নির্মিত স্থাপনা অপসারণ করা হয়। যার নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম।
প্রশাসনের বরাতে জানা যায়, বলমন্তচর এলাকার হাসান আলী ও মো. রিপন খাস জমিতে দোকান নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজ বন্ধ করতে বার বার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেনি। ফলে উপজেলা প্রশাসন নির্মিত স্থাপনা ভেঙ্গে অবৈধ দখল মুক্ত করে। এতে বলমন্তচর তিন রাস্তার মোড়ের সাধারণ মানুষ, যানবাহন চলাচলে সুবিধা হবে বলেও জানান আব্দুল হালিম।
জানা যায়,নবাবগঞ্জ উপজেলায় ইতোমধ্যে গালিমপুর এলাকায় ৩২ শতাংশ, বান্দুরা বাজার এলাকায় ৫০ শতাংশ, জালালপুর এলাকায় ২০ শতাংশ ১নং খাস খতিয়ানের জমি থেকে অবৈধ দখলদারগণকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও প্রায় ৩২ বছর ধরে অবৈধভাবে ভোগ-দখলে থাকা ৪০ একর অর্পিত সম্পত্তি উদ্ধার করা হয়। এতে সরকারি আইন অনুযায়ী লীজ প্রদানের মাধ্যমে প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়। নবাবগঞ্জ উপজেলায় ১নং খাস খতিয়ানের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় প্রশাসন।