নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। শনিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার আইডিইবি ভবনে ঢাকা জেলা পরিষদ আয়োজিত ২০২০ সনের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে ইতিহাস বিকৃত করে উপস্থাপন করার কারণে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারেনি। বর্তমান সরকারের আমলে এখন সঠিক তথ্য অর্জন করতে পারছেন সকল শ্রেণির মানুষ। বিশেষ করে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে এটি আরও সহজ হয়েছে।
সালমান এফ রহমান আরও বলেন, আমাদের দেশের প্রবৃদ্ধি বাড়ার কারণে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে তা আরও উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, আজ প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কারণে দেশে শিল্প বাণিজ্য অনেকদূর এগিয়ে যাচ্ছে। আমাদের সফলতা দেখে অন্য দেশ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। এছাড়া তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। সবকিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুল রহমান বলেন, দেশের যেকোনো দূর্যোগ মোকাবেলায় এখন আমরা প্রস্তুত রয়েছি। বিগত ১০ বছর আগেও মানুষ ভাবতে পারেনি বাংলাদেশ এতটা এগিয়ে যাবে।
ঢাকা-২ এর সংসদ সদস্য মো. কামরুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ইন্টারনেটে যে তথ্যভান্ডার রয়েছে তা থেকে ভালো কিছু শিখতে হবে। খারাপকে বর্জন করতে হবে। আপনার ছেলে মেয়ে রাত ১০টার পর ইন্টারনেটে কি ব্রাউজ করে এটি আপনাকে জানতে হবে। ছেলে মেয়েদের খোঁজ খবর রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা-২০ এর সংসদ সদস্য বেনজির আহমেদ , আইজিআর (অবঃ) খান আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
এসময় দোহার, নবাবগঞ্জ, সাভার ও ধামরাই থেকে আগত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১০ হাজার টাকা করে প্রত্যেককে বৃত্তি প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আমি সাদা কাপড় পরে জেলা পরিষদের দায়িত্ব নিয়েছি। সততার সাথে কাজ করেছি, যেখানে কোনো দূর্নীতির ছোঁয়া লাগতে দেইনি। আবার সাদা কাপড় পরে বেড়িয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, সারাজীবন আওয়ামীলীগের জন্য কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন এতে আমি ধন্য।