নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার অগ্রগতির লক্ষ্যে নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে এ নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন যন্ত্রপাতি ও রোগিদের খোঁজ-খবর নেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, দোহার উপজেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান চেষ্টা করে যাচ্ছেন। তিনি স্বাস্থ্য সেবার মান বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, কর্মরত ডাক্তার ও কর্মচারীসহ আরও অনেকে।