নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা কৃষি অফিসার অরুন রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদ, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত কুমার ব্যানার্জী বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অপর্ণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ এবং জাতির পিতার জন্মদিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত দোয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।