সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সামনে রেখে ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নান্নু ইতিমধ্য ঘোষণা দিয়েছেন।
তিনি ঐ ইউনিয়নের জায়গীর গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিংগাইর জোনাল অফিস পরিচালক। সে উক্ত ইউনিয়নের গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা, সমাজে নিম্ন আয়ের মানুষের সহযোগীতা, সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহণ, রাজনৈতিক ও সেবামূলক কাজে সক্রিয় অংশ গ্রহণ, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করা, “লোকমোর্চা” ধল্লা ইউনিয়নের সভাপতি হিসেবে লোকমোর্চার মাধ্যমে সরকারি সেবাসমূহ জনবান্ধব করণ, সমাজের পিছিয়ে পরা মানুষদের সচেতন করে গড়ে তুলা, বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে নারী-নির্যাতন, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মুল করণে মানুষকে সচেতন করা এ ছাড়া ও কৃষি, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে জনগণের সাথে কাজ করা, কন্যাদ্বায় গ্রস্থ পিতা-মাতাদের সহযোগিতাসহ বিগত জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। তার এহেন কাজ কর্মের বিবেচনায় তিনি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে বলেও দলের নেতাকর্মীরা জানান।
বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নান্নু “নববাংলা”এ প্রতিবেদককে বলেন- দল আমাকে যোগ্য মনে করে সভাপতি হিসেবে নির্বাচিত করলে দলের সাংগঠনিক কাজ কর্ম আরও সু-সংগঠিত করে গড়ে তুলব ইনশা’আল্লাহ।