মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার আসন্ন প্রেসক্লাব নির্বাচনের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নববাংলা পত্রিকার সম্পাদক ও বিজয় টিভির ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি মো. আতাউর রহমান সানী। সোমবার বিকেলে দোহার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাজী ইব্রাহিম খলিল সবুজ, দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, দোহার প্রেস ক্লাবের আহ্বায়ক তারেক রাজীব, সাংবাদিক সোহেল রানা, কাজী জোবায়ের, মো. সুজন, শেখ জুবায়ের, মো. কামাল হোসেন, শরিফ হাসান, মো. আল-আমিন প্রমুখ।