নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের উদ্যোগে পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে সচেতন করেন প্রেসক্লাবের সদস্যরা।
পবিত্র রমজান মাস জুড়ে ১০ হাজার মাস্ক বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, প্রেসক্লাবের আহ্বায়ক তারেক রাজিব, সাংবাদিক অলি আহম্মদ, মোহাম্মদ শাহজাহান, শেখ সোহেল রানা, আবুল হাসেম ফকির, কাজী জোবায়ের আহমেদ, মো. সুজন হোসেন, মো. আসাদ মাহমুদ, শেখ জুবায়ের আহমেদ, শরীফ হাসান, মো. আল-আমিন, মাকসুমুল মুকিমসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।