নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল রোববার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড দোহার বাজারে (ছন্দু মিয়ার বাজার) পৌর প্রশাসক মো. আজাদ হোসেন খানের উপস্থিতিতে প্রায় তিন শতাধিক নিন্ম আয়ের পরিবারের মাঝে ভিজিএফ এর আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল তুলে দেন।
চাল বিতরণ শেষে পৌর প্রশাসক মো. আজাদ হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। তিনি শুধু আওয়ামীলীগের জন্য কাজ করেন না সর্বস্তরের মানুষের কণ্যাণে তিনি কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন খন্দকার খান, নিপু খন্দকার, কাজী সালাউদ্দিন, রমজান হোসেন পিরু, মো. সালাউদ্দিন কাজী, বাদশা মোল্লা, আওয়ামী লীগ নেতা নূর সেলিম মন্টু, উপজেলা যুবলীগের সদস্য কাউসার আকন্দ, পৌরসভার কর্মকর্তা পিন্টু চোকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইনসহ আরও অনেকে।