নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।
সোমবার (৩০ মে) দুপুরে দোহার উপজেলার সুতারপাড়া, নয়াবাড়ি, কুসুমহাটি ইউনিয়নে এবং বিকালে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে গরীব, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়াও দোহার উপজেলায় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা বিলাসপুর, রাইপাড়া, জয়পাড়াসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম মেছের , সিনিয়র সহ-সভাপতি জীবন বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, আসির উদ্দিন বাচ্চু খান, ঢাকা জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, ঢাকা জেলা যুবদল সহ-সভাপতি পবন মাহমুদ, ঢাকা জেলা ছাত্রদল আহ্বায়ক মো. রবিউল ইসলাম অমিত, মিজান মোল্লা, সেন্টু ভুঁইয়া, ফরিদ দেওয়ান, লাভলু মোল্লা, কোব্বাত সওদাগর, হারুন মাস্টার, সুলতান উজ্জামান, আবদুল হান্নান, সাইদুল ইসলাম, মাহাবুব, জহিরুল ইসলাম, রানাসহ যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা।