নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় জেলা পরিষদের দুই দিনে ১৬টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাবগঞ্জ উপজেলায় ৮টি প্রকল্প উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান।
প্রকল্পগুলো হলো, নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর কবরস্থান হয়ে ওহাবের বাড়ি, গালিমপুর শাহাবাগ শহিদ মিনার হতে রামনাথপুর মসজিদ, মুক্তিযোদ্ধা ওয়ারিস খানের বাড়ি হতে মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেনের বাড়ি পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন এবং ছাতিয়ে ইজ্জত আলী এতিমখানা ও মাদরাসা নতুন ভবন নির্মাণ, আগলা পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজি ও নূরনগর কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ষাট লাখ টাকা।
এসময় প্রকল্প উদ্বোধনকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান বাবু নন্দলাল সিং, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস.এম সাইফুল ইসলাম, মাহমুদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আজাদ দারু, আওয়ামীলীগ নেতা শেখ শাহাবুদ্দিন, সুরুজ মোল্লা বাসেত প্রামাণিক, জিয়াউল ইসলাম মিথু, জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা সুজন বাবুসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান সোমবার (২৯ মার্চ) সকালে দোহার উপজেলার শেখ শাহিনের বাড়ি হতে মুন্নাফের বাড়ি পর্যন্ত, দোহার শাখা গ্রামীণ ব্যাংক হতে শিমুলিয়া পূর্বকান্দা ব্রীজ পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন, মুকসুদপুর কারামতি কবরস্থানের বাউন্ডারি ওয়াল, শিমুলিয়া জামি-উল-উলুম মাদরাসা ও এতিমখানার নতুন ভবন নির্মান, শিমুলিয়া মা কালি মন্দিরের ঘাটলা নির্মান, ফোরকানিয়া মাদরাসা নতুন ভবন নির্মাণসহ মোট কাজের ৮টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। এতে ব্যয় ধরা হয়েছে দুই কোটি বিরাশি লাখ টাকা।