নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে দোহার থানা পুলিশ। রোববার বিকেল তিনটায় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশে কেক কেটে অনারম্বর আয়োজনে সভার কার্যক্রম শুরু করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন বক্তারা।
দোহার থানা (ওসি) তদন্ত মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরুজ আলম সুরুজ, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এসএম মহিউদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, ছাত্রনেতা শিহাব উর রহমান শিকদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের অঙ্গসংগঠণের কর্মীরা।