নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার এসএসসি ৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচটির প্রায় ৬’শ সদস্য অংশ নেয় এই মিলন মেলায়। শুক্রবার সকালে দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের মাঠে দোহার নবাবগঞ্জের ৯০ ব্যাচের বন্ধুদের নিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত। সকলের অংশগ্রহণেই এই মিলন মেলা অনেক প্রাণবন্ত ছিল।
সবাই দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত, সবার মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই। এরই বহিঃপ্রকাশ এই মিলনমেলা। আগামীতে আরও বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সকলের অংশগ্রহণে কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে এটাই প্রত্যাশা আয়োজকদের।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়।
দোহার-নবাবগঞ্জ এসএসসি ৯০ এর বন্ধু সংগঠনের সভাপতি ডা. কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আসাদ শিকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান চঞ্চল।
আক্কাস খান ও মাকসুদ আলী দেওয়ানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আসাদুজ্জামান মামুন, সহ অর্থ সম্পাদক মন্জুরুল, মাসুম। আপ্যায়নে জামিল ও রহমতউল্লাহ রতন, অভ্যর্থনায় ফিরোজ আহমেদ ও ফারহানা, মঞ্চ ও ইভেন্টে আক্তারুজ্জামান সোহেল ও কামরুজ্জামান কামরুল, প্রচার ও প্রকাশনায়ঃ সাহাদাত খোকন, সাংস্কৃতিকঃ আল মেরাজ ও জাহাঙ্গীর প্রভাত। সার্বিক তত্ত্বাবধায়নে গ্লোরিয়াস ৯০ মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।