নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান উন্নয়ন ও মানুষকে শতভাগ সেবা প্রদান নিশ্চিতকরণে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।