নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলা কৃষক লীগের আয়োজনে শনিবার (১৫ জানুয়ারি) সকালে দোহার উপজেলা আওয়ামী লীগ অফিসে এ সভা করা হয়। সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন, ভূমিবিষয়ক সম্পাদক মো. এফতেখার হোসেন দুলু। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবু জাফর জাকিউদ্দিন আহমেদ রিন্টু, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
দোহার উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান খাঁন হিমু’র সঞ্চালনায় উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় দোহার উপজেলা কৃষক লীগের পরবর্তী সময়ে সংগঠনকে আরও বেশি শক্তিশালী এবং গতিশীল করার লক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আগত অতিথিরা।