নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নৌ-পুলিশের অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মৈনটঘাট পদ্মানদীসহ ও বিভিন্ন চর এলাকায় অভিযান চালিয়ে এই কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের দাম প্রায় ১৫ লাখ টাকা বলে জানা গেছে।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারের নির্দেশে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
দোহারের কুতুবপুর নৌ-ফাড়িঁর ইনচার্জ মো. শামছুল আলম বলেন অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। জব্দকৃত জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ অভিযানের মাধ্যমে দোহারসহ সারা দেশের জনগণ মা ইলিশ রক্ষা অভিযান সম্পর্কে সচেতন হবে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাই এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা । মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।