নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে নাগেরকান্দা এলাকা থেকে ২১.২৩ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলাম নিরব নামে একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। নিরবের বিরুদ্ধে দোহার থানায় মাদক ও অস্ত্রসহ ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে।
পুলিশ জানায়, নিরব পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো। মঙ্গলবার অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দোহার থানার এসআই তারিকুল ইসলাম বাদি হয়ে আরেকটি মাদক মামলা করেন।
জাহিদুল ইসলাম নিরব উপজেলার জামালচর এলাকার নাছির উদ্দিনের ছেলে।