নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় দুবলী ট্রাভেলস এন্ড ট্যুরিজম উদ্বোধন উপলক্ষে প্রায় তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পিং এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলী এলাকায় ধীৎপুর সিটি সেন্টারের মালিক মো. সাইদুল ইসলামের নিজস্ব অর্থায়নে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী বলেন, ‘আমরা গরিব মানুষ। শহরে গিয়ে চিকিৎসা নেয়ার মতো সামর্থ্য আমাদের নেই। এই ধরনের মেডিকেল ক্যাম্প আমাদের মতো অসহায় মানুষের খুব উপকারে আসে। আগামী দিনগুলোতেও যেন এমন চিকিৎসা সেবার আয়োজন করা হয়।’
জাতীয় মানববাধিকার ইউনিট দোহার শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস চোকদার বলেন, গ্রামের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা দেয়ার এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরি।
বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের আয়োজক ও দুবলী ট্রাভেলস এন্ড ট্যুরিজম মালিক মো. সাইদুল ইসলাম জানান, গ্রামের সুবিধা বঞ্চিত নারী-শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রচার নয় সেবাই মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম ও প্রতিছর ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে।
গ্রামের অসহায় মানুষের মধ্যে ঔষধ বিতরণের জন্য বিশিষ্ট ডাক্তার, সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের এ আয়োজক আরো বলেন, এভাবে চিকিৎসা সেবা দিতে পারলে এলাকার অনেক মানুষ উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন দুবলী ট্রাভেলস এন্ড ট্যুরিজম পাটনার সামসুদ্দিন পারভেজ, মেডিসিন ট্রেইনার আব্দুল মতিন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হালিম, জাতীয় মানববাধিকার ইউনিট দোহার শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ চোকদার, মো. মিন্টু, বিশিষ্ট সমাজ সেবক জব্বার মোল্লা, শেখ মোস্তফা, শফিকুল ইসলাম, জাকির হোসেন , মনির খালাসী, রফিকুল ইসলাম জয়, সাইদুল ইসলাম, রেজাউল খালাসী, মো. রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।