নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পাড়া থানা মোড় এলাকায় মাস্ক পরিধান না করায় এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় ০৯ জনকে ৩ হাজার ৬’শত টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি ।
ফজলে রাব্বি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করছি। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতিতে ঝুকিপূর্ণ হতে পারে। সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।