নিজস্ব প্রতিবেদক : ৩১জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আন্তা এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানের উপর একই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তার ব্যবহারীত প্রায় অর্ধকোটি টাকার গাড়ি ভেঙ্গে দিয়েছেন। তবে ঐ ঘটনার তিনদিনেও থানায় কোনো মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন শামীম আহমেদ হান্নান। হামলার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নান তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন শামীম আহমেদ হান্নান তার লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪.১৬ মিনিটের দিকে উপজেলার আন্তা গ্রামে আমার নির্বাচনী ক্যাম্পের সামনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনসহ তার সমর্থক প্রায় শতাধিক লোকজন নিয়ে আমার উপর হামলা করে এবং (ঢাকা মেট্রো গ-১৭-৪৩৩৬) প্রাইভেট কারটি ভাংচুর করে। এছাড়া বিভিন্ন সময়ে তারা আমার কর্মীদের হুমকি-ধুমকি দিচ্ছেন। এমনকি আমাকেও প্রাণনাশের হুমকি দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বলছেন। এঘটনার প্রেক্ষিতে আমি (শামীম আহমেদ হান্নান) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাচন কর্মকর্তা ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানালে তাঁরা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। কিন্তু গত কয়েকদিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা নিচ্ছে না বলেও অভিযোগ করেন শামীম। তার দাবি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে একটি অবাধ-সুষ্ঠু সুন্দর নির্বাচন জোর দাবি জানান প্রশাসনের কাছে।
এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঐ ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।