নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্তন ও সার্ভিকাল ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধের উপর কর্মশালা (Workshop on Breast & Cervical Cancer Early Detection and Prevention) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ কর্মশালাটি একদিনের জন্য অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৩০ জন কিশোরীর অংশ গ্রহণে সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন।
এসময় কর্মশালায় ‘ভায়া’ পদ্ধতির মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ, ভায়া পরীক্ষার মাধ্যমে জরায়ু বা মুখে ক্যান্সার আছে কিনা, স্তন ক্যান্সারের লক্ষণগুলো কি কি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মহসিন মিয়া ও জুনিয়র কনসালটেন্ট গাইনী, আবাসিক মেডিকেল অফিসার প্রমুখ।