নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামনাথপুর এলাকায় সেতু নির্মাণে ধীরগতির কারণে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগে পরেছেন তিন গ্রামের হাজারো মানুষ।
সরজমিনে জানা যায়, দীর্ঘ তিনমাস ধরে এলজিইডি প্রকল্পের অর্থায়ণে সেতুটির নির্মাণ কাজ বন্ধ থাকায় একটি মাত্র বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। প্রায় সময়ে সাঁকো থেকে পানিতে পরে আহত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।
স্থানীয়রা জানান, এখানে একটি অস্থায়ী কাঠের সেতু ছিলো, সেটি বন্যার সময় ভেঙ্গে যাওয়ার পর যাতায়াতের আর কোনো বিকল্প ব্যবস্থা ছিলো না। পরে বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারের সহায়তায় সাঁকোটি নির্মাণ করা হয়। তবে যানবাহন চলাচল বন্ধ থাকায় অসুস্থ রোগী নিয়ে যেতে বিপাকে পরতে হয় তাদের। খুব দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার আহ্বান জানান এলাকাবাসী। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত একটি কাঠের সাঁকো নির্মাণের দাবি করেন তারা।
এবিষয়ে সেতুটি নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান সামি ট্রেডার্স কর্পোরেশনের স্বত্বাধিকারী ফয়সাল মাহমুদ জানান, ড্রইং পরিবর্তনের কারণে সেতুু নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। ড্রইং হাতে পেলে দ্রুত নির্মাণ কাজ শেষ করা হবে।