সাইফুল ইসলাম : ঢাকার দোহারে সেচ্ছাসেবকলীগ নেতা নাসির উদ্দীন ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। রবিবার সকালে নাসির উদ্দীনের নয়াবাড়ি ইউনিয়নের নিজ বাড়িতে প্রায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
এসময় নাসির উদ্দীন খান বলেন, আল্লাহ আমাকে যতদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখে আমি আপনাদের সহযোগিতা করে যাবো। আমার জন্য দোয়া করবেন আমি যেনো সবসময় আপনাদের সেবা করে যেতে পারি।
উপস্থিত ছিলেন ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, নাসির উদ্দীন খানের ছেলে মিরাজ খান সহ আরো অনেকে।