আব্দুল রাহিম : ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সালমান ফজলুর রহমানের এমপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৪ নভেম্বর) সন্ধায় জয়পাড়ার ডাকবাংলো পরিষদের মাঠে এ নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণা সভায় নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সকলকে নৌকার জন্য কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের নেতা কর্মীরা। নেতা কর্মীরা বলেন, ঢাকা ১ আসনের সাংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে আবারো নৌকার নমিনেশন দিয়ে পুনরায় সংসদে পাঠাবো। দোহার- নবাবগঞ্জের উন্নয়নের জন্য সব সময় পাশে পেতে চাই।
এ সময় জয়পাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আজাদ হোসেন খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝির সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার পৌরসভা মেয়র আলমাছ উদ্দিন, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, বশির আহম্মেদ, রাহিম কমিশনার, সালাউদ্দিনসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।