নিজস্ব প্রতিবেদক : নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশের ন্যায় ঢাকার দোহারে সার্ভিস ডেক্স ও গৃহহীনদের মাঝে ঘর প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সারাদেশে কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দোহারে সার্ভিস ডেস্ক উদ্বোদনকালে উপস্থিত ছিলেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোস্তফা কামাল, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আজহার ইসলাম, ফুলতলা ফাড়ি ইনচার্জ জাহাংগীর আলম, এস আই সাইফুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, কাজী জোবায়ের আহমেদ, আবুল হাসেম ফকির, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীবিষয়ক এ এস আই আয়েশা আক্তার, মহিলা পুলিশ রোজিনা, খাদিজা, নির্যাতীত নারীবিষয়ক নেত্রী বেবী বাশার, মানবধিকার নেত্রী নাজমা বেগম, উজালা বিবি, লায়লা বেগম প্রমুখ।