নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রোববার ৩০ শে মে ২০২১ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে স্বাস্থবিধি মেনে উপজেলার লটাখোলা করমআলীর মোড় সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত আলোচনাসভা ও জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া কামনা করা হয়।
সাবেক দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক ঢাকা জেলা ছাত্রদল সভাপতি ও ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লুতফুর সিকদার, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম জিকু, মিজান মোল্লা, সেন্টু ভূঁইয়া, জহিরুল ইসলামসহ দোহার উপজেলা যুবদল ও পৌরসভা যুবদল এর নেতৃবৃন্দ ।