নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল চাপায় মো. বশির (৫৮) নামের এক পথযাত্রী নিহত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে দোহার বাজার সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. বশিরের বাড়ি দোহারের সোনারবাংলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোহার বাজার সংলগ্ন মসজিদের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলে চাপা পড়ে গুরুতর আহত হন মো. বশির ও মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।