নিজস্ব প্রতিনিধি : ঢাকা দোহার উপজেলায় মহামারী করোনাভাইস ও ঈদুল আযহা উপলক্ষে মসজিদে মসজিদে কোভিড-১৯ এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তফা কামাল। আজ শুক্রবার জয়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি ।
এসময় তিনি বলেন, দোহার উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকহারে অনেক বেশি । ক্রমেই ভয়াভহ রুপ নিচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ও এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যারের নির্দেশনায় এ উপজেলায় সর্বোচ্চভাবে জনসাধারণের মাঝে করোনা সচেতন সৃষ্টি করতে প্রসাশনের কঠোর নজরদাড়ি রয়েছে ।
মোস্তফা কামাল আরও বলেন, জনগণকে উদ্বুদ্ধ করে মাস্ক ব্যবহারে সচেতন করার জন্যই আমাদের এই কর্মসূচি। আইন প্রয়োগ নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবো আমরা এবং পুলিশ সদস্যরা করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে রয়েছেন। নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দোহারবাসীকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে।
করোনা ভয়াবহতা আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাট গুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেনে চলার জন্য মুসল্লিদের আহ্বান জানান এবং প্রত্যেককে মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করেন তিনি ।