ঢাকার দোহার উপজেলায় মালিকান্দা মেগুলা স্কুল এন্ড কলেজের ৯২-এর ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন স্যামস-৯২ এর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে উপজেলার মালিকান্দা এলাকায় স্যামস্-৯২ এর কার্যালয়ে সাড়ে চার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি পঙ্কজ কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হাজী মাহবুবুর রহমান , সাবেক সভাপতি কবিরুল বাসার, সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান,জাহাঙ্গীর আলম, জাপান প্রবাসী বিশিষ্ট বাবসায়ী হেলাল উদ্দিন, মো. শেখ আলম,মামুন মৃধা,মুক্তার হোসেন, সালাউদ্দিন আহমেদ,মিজানুর রহমান, মো. খোরশেদ আলমসহ আরও অনেকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও স্যামস্-৯২ এর সাবেক সভাপতি কবিরুল বাশার বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।
সাধার সম্পাদক ইকবাল হোসেন বলেন ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে। আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
সভাপতি পঙ্কজ কুমার ঘোষ বলেন, দোহারের যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর স্যামস্য ৯২। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বিতরণ করে আসছি।