নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পাইলট পোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। বুধবার সকালে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুইশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা অঞ্চলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন আহম্মেদ, হাবিবুর রহমান হাবিব, মো; মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাজ্জাদ হোসেন সাজু, আবু তালিব, আব্দুল খালেক তালুকদার. মোসারফ হোসেনসহ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা অঞ্চলের কর্মকর্তাবৃন্দ