নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে দোহার পৌরসভা চত্বরে পৌরসভার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দোহার পৌর মেয়র মো. আলমাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান শিকদার, মো. আনোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেনসহ দোহার পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরগণ।