নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা যুদ্ধে বি.এল.এফ মুজিব বাহিনীর কমান্ডার শহিদ বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নজরুল ইসলাম কিরনের ৪৯তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার দোহার উপজেলায় সাপ্তাহিক জাগ্রত জনতা কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. বোরহান উদ্দিন , দোহার উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুনির আহাম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন, সাপ্তাহিক জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকার সম্পাদক মো. আতাউর রহমান সানী প্রমুখ।
স্বরণ সভায় শহিদ নজরুলের ছাত্র জীবন, ৭১এর মহান মুক্তিযুদ্ধের পট ভূমিকায় তার অবদান নিয়ে দেশ ও জাতির র্স্বাথে যাদের রক্তের সিঁড়ি বেয়ে জাতির জনক বাঙ্গাঁলি জাতির সংগ্রাম ঐতিহ্য- সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এনে দিয়েছে। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার দ্বীপ্ত শপথ নেয়া হয়।