নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই দিন ব্যাপী শুরু হয়েছে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার দিনব্যাপী চলবে এ প্রদর্শনী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজন ও উপজেলা প্রশাসন দোহার ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এ প্রদর্শনী চলছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শীদিসহ আরও অনেকে। উদ্বোধন শেষে আগত অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।