নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় তৃতীয়দিনের লকডাউনেও কঠোর অবস্থানে ছিলেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকে জয়পাড়া চৌরাস্তা, জয়পাড়া বাজার, লটাখোলা, থানামোড়, দোহার বাজার, মেঘুলা বাজার, শাইনপুকুর মুকসুদপুর বাজারসহ উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় সরকারের নির্দেশনা অমান্য করায় ৩০ জনকে ৫ হাজার ৮’শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
তৃতীয়দিনের লকডাউন বাস্তবায়নের সকাল থেকেই মাঠে কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ওসি মোস্তফা কামালসহ থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকে।