নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় কঠোর লকডাউনের পঞ্চমদিনে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাংলাবাজার, কার্তিকপুর, লটাখোলা, জয়পাড়া বাজার এলাকা, জয়পাড়া আয়োজন মোড়, থানার মোড়, দোহার বাজার, মেঘুলা বাজার, আল-আমিন বাজারে টহল কার্যক্রম, জনসচেতনতা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ জনকে ৩ হাজার ৬শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানা, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।