নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় র্যাব-১১ অভিযান চালিয়ে ২০টি গাঁজা গাছসহ নুর ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (০১ জুলাই) রাতে উপজেলার নুরপুর (বৈটা লেংড়া ব্রীজ) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নুর ইসলাম উপজেলার নুরপুর গ্রামের মৃত আ. মালেকের ছেলে।
শুক্রবার (০২ জুলাই) সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মো. আবু ছালেহের নেতৃত্বে বৃহস্পতিবার রাত সোয়া ১টায় দোহার উপজেলা নুরপুরে অভিযান চালিয়ে নুর ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০টি গাঁজা গাছ, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৪৮ হাজার ৬০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।নুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দোহার থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।