নিজস্ব প্রতিবেদক : সামাজিক উন্নয়নমূলক সংগঠন রেনেসাঁ’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষা শহিদদের স্বরণে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দোহার ব্যাপি প্রায় ২০০ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে দুপুরে বিরিয়ানি পরিবেশন করে সংগঠনটির সদস্যরা।
সামাজিক উন্নয়নমূলক কাজ করার উদ্দেশ্যে ২০১৮ সালে দোহারস্ত ২০১৭ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা রেনেসাঁ নামক সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই রেনেসাঁ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে। বাংলাদেশের জাতীয় দিবস গুলোতে রেনেসাঁর সদস্যরা দোহারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ করে থাকে। ঈদকে সামনে রেখে সংগঠনটির সদস্যা গরিব অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।
সংগঠনটির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীরা যদি যার যার অবস্থান থেকে সমাজের জন্য কাজ করি তাহলে আমাদের দেশের সামাজিক ব্যবস্থা অনেকটা এগিয়ে যাবে। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের ভেতর ভালোলাগা কাজ করে তাই এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাসান বলেন, স্টুডেন্ট হিসেবে সমাজের প্রতি আমাদের কিছুটা দায়বদ্ধতা আছে। পিছিয়ে পরা মানুষের জন্য আমরা যদি ছাত্ররা এগিয়ে আসি তাহলে আমাদের দেখে অন্যান্য পেশার মানুষও এগিয়ে আসবে। এতে আমাদের সকলের মধ্যে একটা সেতুবন্ধন তৈরী হবে।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ছাত্ররা যুগ যুগ ধরে সমাজের জন্য কাজ করে আসছে। সমাজের সাধারণ মানুষ ছাত্রদের কাছে থেকে সব সময়ই ভালো কিছু প্রত্যাশা করে। ইনশাআল্লাহ আমৃত্যু অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।
এভাবেই রেনেসাঁ একটার পর একটা ভালো কাজ করে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করে যাচ্ছে। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠন এর বিভিন্ন দায়িত্বে থাকা সদস্য আজিম, সোহান, নুর-আলম, মিনহাজ, অপূর্ব, শাহিন, আলমাছ, সাব্বির, জসিম, তন্ময়, রবিন, আকাশ ঘোষ, সৌরভ ঘোষ, হাফিজুর, সবুজ, বাসার, সাগর, ওবাইদুল, সিফাত, হাসান, সাকিব, সোলায়মান, আসাদ, আলামিনসহ আরও অনেকে।