নিজস্ব প্রতিনিধি : দোহার উপজেলায় যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক আওয়ামীলীগ নেতা শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ হৃদয় মাদবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি। খেলার মাঠ সংকোচিত হওয়ার কারণে অনেক ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে। যুবসমাজই আমাদের শক্তি তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শেখ নাসির উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম, তরুণ সমাজসেবক সাদ্দাম বেপারী, দোহার উপজেলা রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শেখ সাগর আহম্মেদ, আব্দুল মজিদ মেম্বার, আজাহার বেপারী, আব্দুর রউফ মাস্টার, ইমান মাদবর, আব্দুল লতিফ মোল্লøা, জাহাঙ্গীর মাদবর, বাদল সিকদার, লাভলু রহমান, বাতেন মাদবর, কাশেম কাজী, শেখ হাবিবুর রহমান, হৃদয় মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় রাসেল টিমকে হারিয়ে রবিউল টিম চ্যাম্পিয়ন হয়।