নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জয়পাড়া পূর্ব বাজারের অথৈই টেলিকম নামক দোকানে এ চুরির ঘটনা ঘটেছে।
দোকান মালিক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে দোকানে এসে দেখতে পান দোকানে নতুন তালা ঝুলছে। পরে তালা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখতে পান দোকানে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেন তিনি।
এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, খবর পাওয়া মাত্রই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।