নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ৮ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুজ্জামান মোড়লের পক্ষ থেকে গ্রামবাসীদের মাঝে ঈদবস্ত্র উপহার বিতরণ করা হয়। এসময় প্রায় ১৬’শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ উপহার দেওয়া হয়। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে ঈদবস্ত্র হিসেবে লুঙ্গি ও কাপড় বিতরণ করা হয়। উপহার পেয়ে গ্রামবাসীদের মাঝে ঈদের উৎসব লক্ষ্য করা যায়।
নুরুজ্জামানের পিতা কাদের মোড়লের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাবারক আলী বেপারী, যুগ্ম-আহবায়ক মো. জসীম, পৌর আওয়ামীলীগনেতা মো. রাজীব, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফজর আলী মোল্লা, মজিবুর তালুকদার, আলীম মোল্লা, মাহফুজ, জয়নাল খানসহ আরও অনেকে।