ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য আমরা’ এর পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন, টিকা কার্ড ও টিকা সনদ প্রদান করা হয়। সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার নারিশা গার্লস স্কুল মোড় এলাকায় উক্ত সংগঠনের অফিস সংলগ্ন রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনের সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
বর্তমানে সাধারণ মানুষের মাঝে করোনার ভ্যাক্সিন দেবার আগ্রহ বৃদ্ধি পেলে তারা বিভিন্ন দোকান বা মাধ্যম থেকে ৩০-৫০ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করছিলো। এক্ষেত্রে অনেকে নানা ভোগান্তির শিকারও হয়েছেন। সাধারণ মানুষের এই ভোগান্তির অবসান ঘটাতেই ‘মানবতার জন্য আমরা’ সংগঠনের সদস্যরা বিনামূল্যে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু করে। আজ প্রথম দিনেই দোহারের বিভিন্ন এলাকার প্রায় একশত সাধারণ মানুষকে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন, টিকা কার্ড ও টিকা সনদ প্রদান করা হয়। তাদের এই কার্যক্রম আগামীকাল ২৪ আগস্ট, সোমবারও চলমান থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত। মানবতার জন্য আমরা সংগঠনের সদস্য ও বর্তমান কমিটির ক্যাশিয়ার মো. তাইজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ২ দিনের এই কার্যক্রম চালাবে সংগঠনের সদস্যরা। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিগত ৭ বছর যাবৎ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।