নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে দুই ক্লিনিক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার লটাখোলা আশা ক্লিনিক ও নাফিস ডায়াগনস্টিককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
দুই ক্লিনিকের ল্যাবে অপরিছন্ন পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ রিঅ্যারেন্জ ও কেমিক্যাল রাখার দায়ে এ জরিমানা করা হয়। এছাড়া রেজিয়া ক্লিনিককে দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।
এসময় অভিযানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. উম্মে হুমায়রা কানেতা উপস্থিত ছিলেন।
অভিযানে দোহার থানা পুলিশ সহযোগিতা করেন।