নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মাস্ক পরিধান না করায় এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ১৬ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বাধ্যতামূলক মাস্ক পড়া নিশ্চিত করতে জয়পাড়া থানা মোড় এলাকাসহ উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময়ে মাস্ক পরিধান না করায় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি ১৬ জনকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এসময় দোহার থানা পুলিশ ফোর্স অভিযানে সহযোগিতা করেন।
ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।