নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ভুল চিকিৎসায় নাসিমা বেগম (৫২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নাসিমা উপজেলার কার্তিকপুর এলাকার মৃত শেখ ইয়াসিন মিয়ার স্ত্রী। এই ঘটনায় দুইজনকে আটক করেছে দোহার থানা পুলিশ।
নিহতের ভাই জসিম খান জানান, তার বোন বেলা ৩:৩০মিনিটের দিকে দাতের ব্যাথা নিয়ে জয়পাড়া সবুজ ডেন্টাল কেয়ারে আসলে সেখানে দায়িত্বে থাকা টেকনোলজিষ্ট শেখর রায় নাসিমা বেগমের দাতের গোরায় লোকাল এনেস্থেটিক ইনজেকশন দেয়ার সাথে সাথে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। এমন অবস্থায় রোগীকে সরকারি হাসপাতালে নিতে পরামর্শ দেন টেকনোলজিস্ট শেখর রায়। মুমুর্ষ অবস্থায় নাসিমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবরে হাসপাতাল ও সবুজ ডেন্টাল কেয়ারে ভীর করেন তার স্বজনেরা। এদিকে খবর পেয়ে সবুজ ডেন্টাল কেয়ারে পৌছায় দোহার থানা পুলিশ। এসময় বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ সবুজ ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী সবুজ হোসেন ও টেকনোলজিস্ট শেখর রায়কে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর নিহতের ভাই জসিম খান বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে পারেননি টেকনোলজিস্ট শেখর রায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, এই ধরনের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে লোকাল এনেস্থেটিক ইনজেকশন প্রয়োগ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিতে হবে। এখানে যার কিছুই করা হয়নি।
এ বিষয়ে দোহার থানা ওসি (তদন্ত) মাসুদুর রহমান জনান, ভুল চিকিৎসার অভিযোগ এনে ভুক্তভোগীরা একটি অভিযোগ করেছেন। আমরা কিছু আলামত সংগ্রহ করেছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।