নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে পুনর্বাসনের জন্য বিকল্প কর্মসংস্থান হিসেবে ঢাকার দোহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অসহায় ভিক্ষুক পরিবারের মাঝে ব্যাটারি চালিত রিকশা বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন কর্মসূচির আওতায় এ ব্যাটারি চালিত রিকশা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ প্রমুখ।
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং এধরণের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, শত কাজের ভীড়ে এধরণের কাজ করতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও এধরণের কাজ অব্যাহত থাকবে।