মো.কামাল হোসেন : ঢাকার দোহারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন্স আব্দুস সালাম চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে লটাখোলা বেদে পল্লীর ৮০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারের মাঝে ১টি লুঙ্গি, ১ টি শাড়ি,ও ৫ কেজি করে চাউল, এবং মাক্স বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ। তিনি বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা দোহার উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি লায়ন্স আব্দুস সালাম চৌধুরীরসহ তার মতো যারা কাজ করে যাচ্ছেন আমি তাদের কে সাধুবাদ জানাই।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে লায়ন আব্দুস সালাম চৌধুরী বেদে পল্লী বাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি ইতিপূর্বে আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতে ও থাকবো। আপনাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করার চেষ্টা করবো। এছাড়াও দোহার উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় আপনাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলার জন্য একটি বিদ্যালয় নির্মাণ করতে চাই। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন লায়ন্স আব্দুস সালাম চৌধুরীর সহধর্মিনী মিসেস সালমা চৌধুরী, তার মেয়ে শামীমা চৌধুরী সুচনা, ছোট ছেলে সেফান চৌধুরী সৌরভসহ আরও অনেকে।