নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন একটি ডিম,পুষ্টিময় সারাদিন’ এই শ্লোগানে ঢাকার দোহার উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ডিম দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যলী শেষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে সিদ্ধ ডিম দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শামীম হোসেন,উপজেলা নির্বাচন কর্মকতা মো. রেজাউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন,মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার, লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ভূঁইয়া সহ আরও অনেকে।