নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে জাপান বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাহমুদপুর ইউনিয়নের চর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক সংগঠন সেটুগেদার এর আয়োজন করে।
এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন,নর্দান ইন্টারন্যাশন্যাল মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন ও রক্ত রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. কাজিম উদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. বাবুল মিয়া,ডা. মো. কামরুল হাসান সজীব,কনসালটেন্ট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাপাতাল সার্জারী বিশেষজ্ঞ ডা. সরদার রিজওয়ান নাঈম, কনসালটেন্ট জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাপাতাল ব্রেস্ট ও কলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ ডা. সাদিয়া সিদ্দিকী, বঙ্গবন্দু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ ডা. ইশতিয়াক আহমেদ, বিএসএমএমইউ কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ জাফর ইকবাল জামালী, ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরো- সায়েন্সস এন্ড হসপিটাল শিশুরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী মুহাম্মদ ফুয়াদ গালিব, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মুকতাফি সাদি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. ফরহাদ হোসেন মো. শাহেদ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ড মেডিকেল কলেজ হাসপাতাল গাইনী ও বন্ধ্যাত্ব ও নি সন্তান বিশেষজ্ঞ ডা. মোনাক্কা খাতুন( এম.কে শেলী) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ডা. নার্গিস সুলতানা, কনসালটেন্ট ওরাল এন্ড ডেন্ডাল সার্জন ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিশেষজ্ঞ ডা. মাহিন সারোয়ার, মনোরোগ ও মাদকসক্তি বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জান, জেনারেল ফিজিশিয়ান বিশেষজ্ঞ ডা. মলয় ক্রান্তি মন্ডল, ডা. মো. কাওছার হোসেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা.আব্দুল মুত্তালিব হুসাইন, বিনামূল্যে হৃদরোগ, মেডিসিন, ব্রেইন ও মাথা ব্যথা,স্ট্রোক, প্যারালাইসিস ও গাইনি ও শিশুরোগের চিকিৎসা প্রদান করা হয়। রোগীদেকে চিকিৎসা সেবা ও উপদেশ প্রদান,বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
মো.মাসুদ খান বলেন, হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক সবসময় গরীব,অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতের উদ্যোগে বিভিন্ন সময়ে রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালের ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম রিপন,জেনারেল ম্যনেজার অপরেশন মো. মোরাদ হোসাইন খান, ব্যবস্থা উন্নয়ন ব্যবস্থাপক মো. মাসুদ খান, সেটুগেদার সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সেটুগেদারের সভাপতি শাহিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মো. আলমাছ উদ্দিন, কার্যকরী সদস্য লিয়াকত হোসেন, আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, ইমরানসহ সেটুগেদারের সদস্যবৃন্দ।