নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় শেখ ভিলার ২য় তলায় দেয়ালে রঙের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার আরশেদ আলীর ছেলে মনির হোসেন (৩৫) ও ইকরাশী এলাকার মো. আছলামের ছেলে সানি (২৮)। সানি বানাঘাটা এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শেখ ভিলা নামক ভবনের ২য় তলা রঙের কাজ করতে এসেছিল মনির হোসেন ও মো. সানি। এ সময় ২য় তলায় দেয়ালের পাশে থাকা ১১ হাজার বোল্ডের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে তাদের দুজনের শরীরের ৩০ ভাগ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে দোহার উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নিহতদের লাশ দোহার থানায় হস্তান্তর করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। এদিকে ঘটনার পর শেখ ভিলার সবাই পালিয়ে যায়।
দোহার থানা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাদি জানান, দেয়ালের পাশে বৈদ্যুতিক তারটি ঝুকিপূর্ণ অবস্থায় থাকায় এমন ঘটনা ঘটেছে এবং নিহতদের দেহ ৩০ শতাংশ পুড়ে গেছে। তিনি আরো বলেন, লাশ উদ্ধারের পর দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোহার থানার ওসি (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।