নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে বিদ্যুৎপৃষ্টে জুয়েল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জুয়েল উপজেলার চর জয়পাড়ার খোরশেদ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল স্থানীয় একটি ইন্টারনেট ব্যবসার কর্মচারি হিসেবে কর্মরত ছিলো। এরই ধারাবাহিকতায় উপজেলার চর লটাখোলা এলাকায় গ্রাহকের নেট সমস্যা হলে জুয়েল বৈদ্যুতিক খুঁটিতে উঠে নেটের তার মেরামত করার সময় পাশে থাকা পল্লিবিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্টে হয়ে জুয়েল ঝুলে থাকে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মৃত জুয়েলের পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।