বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি, এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) ২ দিন ব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলার ৩ টি ধাপে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
জুনিয়র গ্রুপের মধ্যে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম স্থান লির্বাটি ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রনয় কুমার রায় আপন , ২য় কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির মাহমুদুল হাসান ও ৩য় লির্বাটি ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে মায়মুনা ঐশি। সিনিয়র গ্রুপের মধ্যে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম স্থান পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাফসা দেওয়ান, ২য় একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জহিরুল ইসলাম সোয়াদ,৩য় মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির উর্মি আক্তার। বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান লির্বাটি ইন্টারন্যাশনাল স্কুল দল, ২য় স্থান ড্যাফোডিলস হাই স্কুল ও ৩য় স্থান কার্তিকপুর উচ্চ বিদ্যালয়।
মেলা স্মার্ট ভিলেজ, বায়ু বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ প্রকল্প ( নবায়নযোগ্য শক্তির ব্যবহার), পলিথিন রিসাইকেল করে সম্পদে রুপান্তর, আমার বাড়ি আমার খামার, মাটি থেকে বিদ্যুৎ উৎপন্ন, স্মার্ট চুলা থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের ব্যবহার দেখিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম বেগম সহ আরও অনেকে।